More

  ফটো ম্যানিপুলেশন কি এবং কিভাবে করবেন ?

  আসসালামু আলাইকুম। বন্ধুরা আশা করি সবাই ভালো  আছেন। আমরা সবাই কম বেশি  এডোবি ফটোশপ সম্পর্কে জানি। আমরা অনেকেই আবার শখের বশে ফটোগ্রাফিও করি। আমরা সবাই কম বেশি নিজের ছবিকে আকষর্ণীয় ছবি উঠাতে চাই। তাই সবার কথা মাথায় রেখেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।

  একটা কথা বলি আমার নিজেরও কিন্তু এই বিষয়ে প্রফেশনাল ধারণা ছিল না। আমি ইউটিউব থেকে দেখে শিখেছি। তাই আমি ১০০% গুরুত্ব দিয়ে বলতে পারি যদি ভালো করে চেষ্টা করেন আপনারাও পারবেন, শুধুমাত্র ইউটিউব ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে বেসিক থেকে ফটো ম্যানিপুলেশন এর মত ভালো মানের ফটো এডিটিং। তাছাড়া শুধু ফটো ম্যানিপুলেশন নয় যে কোন বিষয়েও ইউটিউব ভিডিও দেখে দেখে এক্সপার্ট হতে পারেন আপনি।

  মানিপুলেশন কীঃ

  ফটো মানিপুলেশন হলো মুলত ব্যস্তবতার নিকটবর্তী একটি ভিজ্যুয়াল ছবি। অর্থাৎ যেখানে আপনার কারিগরি/সৃজনশীলতার দক্ষতা দিয়ে আপনার ছবিকে ভিন্ন কোনো আঙ্গিকে বা ভিন্ন স্থানে বা ভিন্ন কোনো স্টইলে উপস্থাপন করার নামই হলো ফটো ম্যানিপুলেশন।

  ফটো ম্যানিপুলেশন করতে যা যা লাগবেঃ

  (১) ফটোশপ সি সি হলে ভালো তবে অন্য যেকোনো ভার্সন হলেও চলবে।

  (২) সোর্স ফাইল অর্থাৎ যে ফাইল গুলা নিয়ে আপনি কাজ করবেন।

  (৩) সবচেয়ে বেশি যে বিষয়টা প্রয়োজন তা হলো ধৈর্য শক্তি।

  (৪) প্রথম প্রথম একটু বেশি সময় লাগবে পরে কিন্তু সমস্যা হবে না।

  এই ভিডিও টিউটোরিয়ালে আপনারা যা যা জানতে পারবেন :

  • কিভাবে মানিপুলেশন ইমেজ এর পেজ সাইজ করতে হয়।
  • কিভাবে ব্যাকগ্রাউন্ডকে টেনে সুন্দর করে পেজে বসাতে হয়।
  • কত ভালো ভাবে একটি মডেল এর ছবিকে ব্যাকগ্রাউন্ড এ বসাতে হয়।
  • কিভাবে লাইট, সাডো, কালার কারেকশন করতে হয়।
  • পানি ইফেক্টস বা টাইলস ইফেক্টস তৈরি
  • ডিএসএলআর এর মত ব্লার করবেন কীভাবে।
  • কিভাবে মাস্ক করতে হয়।
  • কিভাবে সার্পনেস ফিল্টার ব্যবহার করা হয়।

  তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিও দেখুন আর নিজে নিজে চেষ্টা করে দেখেন।

  টেক সম্পর্কিত লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করো।