আজকের ভিডিও টিউটোরিয়ালটি Embossed Paper Logo Design এর ভিডিও। আশা করছি সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি।
লোগো ডিজাইন জনপ্রিয় একটা মাধ্যম, এর দ্বারা ক্যারিয়ার গড়া সম্ভব আর সেই জন্যই ডিজাইনাররা এখন শুধু লোগো ডিজাইন করছেন। কিন্তু আমরা অনেকই আছি লোগো ডিজাইন করতে গিয়ে অনেক সময় মিস্টেক করি।
অনেক বেশি ফন্ট ব্যবহার করা
লোগোতে ভেরিয়াশন বাড়ানোর জন্য অনেকেই আমরা বেশি ফন্ট ব্যবহার করে থাকি। কিন্তু আমরা জানি না এর কারণে হিতে বিপরীত হয়ে যায়। যদি কারো আর্টের হাত ভাল থাকে তাহলে চেষ্টা করতে পারেন হ্যান্ড রাইটিং ফন্ট বানাতে তাহলে অনেক ভাল হয়। সবার থেকে এই রকম লগো আলাদা হতে পারে আর বায়ার সেটা লুফে নিবে। ফন্টগুলো ব্যবহার করলে লোগো দেখতে খুব সিম্পল আর সুন্দরও দেখায়। দুই একটা ফন্ট এর মধ্যে ডিজাইন করতে চেষ্টা করবো কিন্তু ৩ টা ফন্ট এর বেশি ব্যবহার করবো না। সঠিক নিয়মে লোগো ডিজাইন শিখতে এই ভিডিওটি দেখুন।
টেক সম্পর্কিত লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করো।